News71.com
 Sports
 28 May 19, 06:08 PM
 661           
 0
 28 May 19, 06:08 PM

ফুটবল॥ কোপা আমেরিকা কাপে ব্রাজিল দলের অধিনায়ক হলেন আলভেস

ফুটবল॥ কোপা আমেরিকা কাপে ব্রাজিল দলের অধিনায়ক হলেন আলভেস

স্পোর্টস ডেস্কঃ ব্রাজিল দলে অধিনায়কত্ব হারালেন নেইমার। তার স্থানে আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে দানি আলভেসকে। ৩৬ বছর বয়সী আলভেস প্যারিস সেন্ট জার্মেই’তেও নেইমারের সতীর্থ।আট মাস আগে নেইমারের নাম স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলেন তিতে। তবে এখন ঘরের মাটিতে কোপায় তার পরিবর্তে আলভেসকে দেয়া হলো ফেভারিটের তকমা । নেইমারের সঙ্গে আলোচনা করেই নাকি সিদ্ধান্ত নেয়া হয়েছে, এমনটিই জানিয়েছেন তিতে। কোপার আগে আলভেস কাতার ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেও নেতৃত্ব দেবেন। এক সমর্থককে ঘুষি মেরে সম্প্রতি ফরাসি ফুটবলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার। এর আগে ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বাজে মন্তব্য করে ইউরোপিয়ান ফুটবলেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন। এবারের কোপা- আমেরিকা কাপে ফেভারিট ব্রাজিল খেলবে ‘এ’ গ্রুপে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন