News71.com
 Sports
 27 May 19, 09:41 PM
 736           
 0
 27 May 19, 09:41 PM

বিশ্বকাপ ক্রিকেট প্রস্তুতি পর্ব॥ইংলিশ বোলারদের কাছে ধরাশায়ী আফগান

বিশ্বকাপ ক্রিকেট প্রস্তুতি পর্ব॥ইংলিশ বোলারদের কাছে ধরাশায়ী আফগান

স্পোর্টস ডেস্কঃ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল আফগানিস্তান। ব্রিস্টলে পাকিস্তানের দেয়া ২৬২ রানের লক্ষ্য টপকে তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল আফগানরা। আজ সোমবার প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়বারের মতো নেমেছে গুলবাদিন নাইব নেতৃত্বাধীন দলটি। ইংল্যান্ডের বোলারদের দাপটে মাত্র ১৬০ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান।কেনিংটন ওভালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক এইউন মরগ্যান। মাত্র ৯২ রানে আট উইকেট পড়ে যায় আফগানিস্তানের।

যদিও শেষ দিকে আফতাব আলমের সঙ্গে ২৫ রানের জুটি গড়েন মোহাম্মদ নবী। ১২৭ রানের মাথায় আফতাব ফিরে যান। তবে শেষ উইকেটে দাওলাত জাদরানের সঙ্গে আরও ৩৩ রান যোগ করে আউট হন নবী। নির্ধারিত ৫০ ওভারের ৩৮.৪ ওভার পর্যন্ত খেলে ১৬০ রান পর্যন্ত তুলতে সক্ষম হয় আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অভিজ্ঞ নবী। এছাড়া ওপেনার নুর আলী জাদরান ৩০ রানের ইনিংস খেলেন।ইংলিশদের হয়ে জফরা আর্চার ও জো রুট তিনটি করে উইকেট তুলে নেন। একটি করে উইকেট শিকার করেন মঈন আলী ও বেন স্টোকস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন