News71.com
 Sports
 27 May 19, 11:27 AM
 708           
 0
 27 May 19, 11:27 AM

বিশ্বকাপ ক্রিকেট ॥ আইসিসির অফিসিয়াল ফটোশ্যুটে অংশ নিল বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেট ॥ আইসিসির অফিসিয়াল ফটোশ্যুটে অংশ নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ দেশের মাটিতে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জার্সি গায়ে ছবি তোলার পর্ব শেষ হয়েছে আগেই। এবার আনুষ্ঠানিকভাবে আইসিসির অফিশিয়াল ফটোশ্যুটে অংশ নিয়েছে বাংলাদেশ। যেখানে অধিনায়ক মাশরাফি থেকে শুরু করে সাকিব, তামিম, মুশফিকসহ আছেন মিরাজ, মুস্তাফিজ, লিটনরাও।নানা ভঙ্গিতে এবং ব্যাট-বল হাতে ও জার্সি পরে ক্যামেরার সামনে নিজেদের উপস্থাপন করেন মাশরাফি, সাকিব, তামিমরা। এছাড়াও আইসিসির অফিশিয়াল পেজে স্বাক্ষর করেন সবাই।

বিশ্বকাপের আগে কোনো চাপ নিতে চায় না লাল সবুজের প্রতিনিধিরা। ছবি তোলার সময় তাই যেনো স্পষ্ট ফুটে ওঠে টাইগারদের চোখে মুখে। অন্তত তাদের অঙ্গভঙ্গি তেমন কিছুই বলছে। সবাই মিলে মজা করলেন, দিলেন ভক্ত সমর্থকদের।শুধু ছবি তুলে নয়। ব্যাট বল হাতে আবার কখনো বা সেলফি তোলার ভঙ্গিতে নিজেদের উপস্থান করেন টাইগাররা। আগামী ৩০মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের আসর। টানা ৪৬ দিনে ৪৮ ম্যাচের এ বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই, লর্ডসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন