News71.com
 Sports
 26 May 19, 07:19 PM
 664           
 0
 26 May 19, 07:19 PM

ক্রিকেট ॥বিশ্বকাপে সাকিব কিন্তু বিপজ্জনক, বললেন পন্টিং

ক্রিকেট ॥বিশ্বকাপে সাকিব কিন্তু বিপজ্জনক, বললেন পন্টিং

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসানকে বাকি দলগুলোর জন্য ‘বিপদজ্জনক’ বলে মনে করেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে সাকিবের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়াকে দুবার বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক বিশ্বকাপের নাড়ি নক্ষত্র জানেন রিকি পন্টিং। একটু খোলাসা করে বললে, বিশ্বকাপ অভিজ্ঞতায় পন্টিংয়ের জুড়ি নেই। ক্রিকেটের সেরা এ টুর্নামেন্টে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তাঁর। অধিনায়ক হিসেবেও রেকর্ড তাঁর দুর্দান্ত। সর্বোচ্চ ম্যাচ খেলা আর জয়ের রেকর্ডও তাঁর। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন দুইবার। বিশ্বকাপ নিয়ে পন্টিং তাই কোনো কথা বললে সেটি অন্যরকম গুরুত্ব পায়।


এই পন্টিংয়ের কাছেই সাকিব আল হাসানের গুরুত্ব অন্যরকম। তিনি প্রতিদ্বন্দ্বী দলগুলোকে বাংলাদেশের অলরাউন্ডারের ব্যাপারে ‘সাবধান’ করে দিয়েছেন। তিনি মনে করেন সাকিব সত্যিই একজন ‘ডেঞ্জারম্যান’একটা সময় ছিল যখন বাংলাদেশ দল মোটামুটি সাকিব-নির্ভর ছিল। দিন বদলেছে। সাকিবের পাশাপাশি এখন বাকিরাও পারফর্ম করছেন। সাকিবের অনুপস্থিতিতে বড় ম্যাচ জিততেও সমস্যা হচ্ছে না। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেমন সাকিবকে ছাড়াই জিতেছে বাংলাদেশ। তারপরও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সাকিবকে বাংলাদেশ দলের ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে মানেন অনেকেই। বড় টুর্নামেন্টের বড় ম্যাচে চাপ নেওয়ার ক্ষমতাই তাঁকে আলাদা করে তুলেছে। আর এবার সাকিব কিন্তু ওয়ানডে র্যাসঙ্কিংয়ে শীর্ষস্থানীয় অলরাউন্ডার হিসেবেই পা রাখছেন বিশ্বকাপে। অতএব, তাঁকে নিয়ে প্রতিপক্ষ দলগুলোর আলাদা করে অঙ্ক কষাই স্বাভাবিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন