News71.com
 Sports
 25 May 19, 01:46 PM
 631           
 0
 25 May 19, 01:46 PM

ফুটবল ।। ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে মেসির অনন্য কীর্তি

ফুটবল ।। ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে মেসির অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্কঃ মৌসুম জুড়ে দুর্দান্ত ফর্মে থেকে পিচিচি ট্রফি জয় নিশ্চিত করেছেন আগেই। সে ধারাবাহিকতায় এবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন লিওনেল মেসি। দুটি পুরস্কারই টানা তৃতীয়বারের মতো জিতলেন বার্সেলোনা তারকা।এবারের লা লিগায় ৩৪ ম্যাচ খেলে মোট ৩৬ গোল করেন মেসি। সতীর্থদের দিয়েও ১৩টি গোল করান বার্সেলোনা অধিনায়ক।১৯৬৮ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এই প্রথম টানা তিনবার তা জয়ের অনন্য কীর্তি গড়লেন ৩১ বছর বয়সী মেসি।এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন লিওনেল মেসি।

ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শু জয়ের দৌড়ে ৩২ গোল নিয়ে লড়াইয়ে ছিলেন কিলিয়ান এমবাপে। মেসিকে ছাড়াতে শুক্রবার লিগ ওয়ানে স্তাদ দে রাঁসের বিপক্ষে পিএসজির শেষ ম্যাচে পাঁচ গোল করতে হতো ফরাসি ফরোয়ার্ডকে। ৩-১ ব্যবধানে দলের হারের ম্যাচে একবারের বেশি জালে বল পাঠাতে পারেননি তিনি।তাতেই নিশ্চিত হয়ে যায় মেসির রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কারটি জয়। এমবাপের চেয়ে তিন লিগ গোল বেশি নিয়ে মৌসুম শেষ করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ চারবার পুরস্কারটি জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন