News71.com
 Sports
 23 May 19, 07:29 PM
 671           
 0
 23 May 19, 07:29 PM

ফুটবল ॥ ক্রুস, স্টেগানকে ছাড়াই জার্মানির দল ঘোষণা

ফুটবল ॥ ক্রুস, স্টেগানকে ছাড়াই জার্মানির দল ঘোষণা


স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে ইউরো ২০২০ বাছাইপর্বকে সামনে রেখে ইনজুরি আক্রান্ত লা লিগার দুই খেলোয়াড় টনি ক্রুস ও মার্ক-আন্দ্রে টের স্টেগানকে ছাড়াই ২২ সদস্যের জার্মানি দল ঘোষনা করেছেন কোচ জোয়াকিম লো। সদ্যই মাদ্রিদের সাথে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছেন মিডফিল্ডার ক্রুস। তার সাথে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগানও আগামী ৮ জুন বেলারুস ও তিনদিন পরে এস্তোনিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে দল থেকে ছিটকে গেছেন। দুজনই পায়ের ইনজুরিতে ভুগছেন।

গ্রুপ 'সি' তে জার্মানি এখনো অপরাজিত রয়েছে। মার্চে নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ গোলে জয়ী হয়েছিল লো শিষ্যরা। তবে একম্যাচ বেশী খেলে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নর্দান আয়ারল্যান্ড। জার্মান ফুটবল এসোসিয়েশনে জানিয়েছেন 'এই মুহূর্তের' জন্য অধিনায়ক ম্যানুয়েল নয়্যারকে দলভূক্ত করা হয়েছে।যদিও বায়ার্ন মিউনিখের এই গোলকিপার কাফ ইনজুরিতে ভুগছেন। জার্মানি লিগে শেষ পাঁচটি ম্যাচেও তিনি অনুপস্থিত ছিলেন। বেভারিয়ান্সরা আশা করছে আগামী শনিবার আর বি লিপজিগের বিপক্ষে বার্লিনে জার্মান কাপ ফাইনালে নয়্যার খেলতে পারবেন। এই ম্যাচে জয়ের মাধ্যমে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা ঘরোয়া ডাবল জয়ের আশা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন