News71.com
 Sports
 22 May 19, 12:29 PM
 588           
 0
 22 May 19, 12:29 PM

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে ৮৪ টুর্নামেন্টের আয়োজন হবে॥

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে ৮৪ টুর্নামেন্টের আয়োজন হবে॥

স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে আয়োজন করা হবে মোট ৮৪টি টুর্নামেন্টের। যার মধ্যে ঘরোয়া ৪৮টি আর আন্তর্জাতিক আসরের সংখ্যা ৩৬টি। জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর পুরো আসর আয়োজনের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩৩১ কোটি টাকা।বাঙ্গালী জাতীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তাইতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজনটাও চাই জমকালো। তাই পিছিয়ে নেই দেশের ক্রীড়াঙ্গন।২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৭ই মার্চ। পুরো বছর জুড়ে দেশব্যাপী আয়োজন করা হবে ক্রীড়া উৎসবের। কমিটির তৃতীয় সভায় চূড়ান্ত হয়েছে বাজেট। প্রাথমিক পর্যায়ে ৬০০ কোটি টাকা ব্যয় ধরা হলেও সুপারিশ করা হয়েছে ৩৩১ কোটি টাকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, মুজিব বর্ষকে যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আমরা একটি ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করেছি। প্রত্যেকটি ফেডারেশনের পক্ষ থেকে যে পরিকল্পনা দেয়া হয়েছে সেগুলো নিয়েই আজকের সভা হয়েছে। এটার অনুমোদন পেলে প্রত্যেকটি ফেডারেশন জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি নিতে পারবে।তবে সব ফেডারেশন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চাইলেও তা দিচ্ছে না আয়োজক কমিটি। আলোচনা পর্যালোচনা শেষে মোট ৩৬টি আন্তর্জাতিক আসরের সর্বোচ্চ তিনটি আসরই আয়োজন করবে বাফুফে।জাহিদ আহসান রাসেল বলেন, সকলের আন্তর্জাতিক টুর্নামেন্ট করার সক্ষমতা নেই। যারা আন্তর্জাতিক টুর্নামেন্ট করে অভ্যস্ত তাদের আমরা প্রায়োরিটি দিয়েছি। যাদের সক্ষমতা কম তাদের জাতীয়ভাবে আয়োজনের কথা বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন