News71.com
 Sports
 17 May 19, 06:35 PM
 629           
 0
 17 May 19, 06:35 PM

বিশ্বকাপ জিতলে যত টাকা পাবে বাংলাদেশ ।।

বিশ্বকাপ জিতলে যত টাকা পাবে বাংলাদেশ ।।


স্পোর্টস ডেস্কঃ ফুটবলের মতো অর্থের ঝনঝনানি নেই ক্রিকেটে। মাঠের লড়াইয়ের বাইরে তাই অনেক সময় আড়ালেই থেকে যায় ক্রিকেটের প্রাইজমানির বিষয়টি। খানিকটা আগ্রহ অবশ্য থাকেই। সেটার খোরাক মেটাতেই যেন ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণটা জানিয়ে দিল আইসিসি।পুরো আসরে মোট ১০ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। চার বছর আগে ২০১৫ বিশ্বকাপেও বরাদ্দ ছিল সমপরিমাণ অর্থ। তবে সেবারের দল থেকে এবার দল কমেছে চারটি। ১০ দল নিয়ে হবে ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বযজ্ঞের আসর।আগের আসরের সমান থাকলেও গ্রুপপর্ব থেকে শুরু করে এবারের আসরের চ্যাম্পিয়ন দল, প্রত্যেকেরই প্রাইজমানি বেড়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ কোটি টাকা।

গত আসরে শিরোপাজেতা অস্ট্রেলিয়া পেয়েছে ৩৯ লাখ ৭৫ হাজার ডলার। প্রাইজমানি বেড়েছে ২৫ হাজার ডলার।অর্থ বাড়ছে রানার্সআপ দলের জন্যও। এবারের দ্বিতীয় সেরা দল পাবে ২০ লাখ ডলার। গতবার যার পরিমাণ ছিল ১৭ লাখ ৫০ হাজার। বাকি দুই সেমিফাইনালিস্ট দল পাবে ৮ লাখ ডলার করে।গ্রুপপর্বে প্রতিটি জয়ী দলের জন্য বরাদ্দ থাকছে ৪০ হাজার ডলার করে। আর গ্রুপ পর্ব পেরোতে পারলেই একেকটি দল পাবে ১ লাখ ডলার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন