News71.com
 Sports
 17 May 19, 12:40 PM
 637           
 0
 17 May 19, 12:40 PM

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ॥ ফাইনাল নিয়ে চুড়ান্ত বার্তা দিলেন অধিনায়ক মাশরাফি

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ॥ ফাইনাল নিয়ে চুড়ান্ত বার্তা দিলেন অধিনায়ক মাশরাফি

 

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে সপ্তমবারের মতো এমন টুর্নামেন্টের ফাইনালে খেলতে যাচ্ছেন মাশরাফিরা। তবে কোনো শিরোপা জিততে পারেননি তারা।২০১৮ সালের তিন জাতি সিরিজ, নিদাহাস ট্রফি কিংবা গত এশিয়া কাপ— প্রতিটি ফাইনাল বেদনার গল্প হয়ে আছে। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়ে পরাজিত হওয়া যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে টাইগারদের।স্বাভাবিকভাবে এ দুঃখ পোড়ায় সমর্থকদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালি লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখছেন তারা। এমন লক্ষ্য নিয়েই মাঠে নামছেন লাল-সবুজ জার্সিধারীরা। পাশাপাশি বিশ্বকাপের আগে ট্রফি জিতে আত্মবিশ্বাসে বাড়তি হাওয়া লাগাতে চান তারা।

কিন্তু স্বপ্নপূরণ যে সহজ হবে না- তা বলা বাহুল্য। আগের দুই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে উইন্ডিজ। ফাইনালে জিতে প্রতিশোধ নিতে চান ক্যারিবিয়ানরা। মূল মঞ্চে জিততে মরিয়া তারা। টাইটেল জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান হোল্ডার বাহিনী।বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাই রয়েছেন সতর্ক অবস্থানে। ফাইনালের চাপ গায়ে না মেখে এ ম্যাচকে আর ১০টা সাধারণ ওয়ানডের মতোই দেখছেন তিনি। তার বিশ্বাস, তাতে একই সিরিজে উইন্ডিজকে তৃতীয়বার হারের কটূ স্বাদ দেয়া সম্ভব হতে পারে।ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, গত এশিয়া কাপে শেষদিকে সাকিব-তামিম ছিল না তবু ফাইনালে প্রতিপক্ষের অনেক কাছাকাছি গিয়েছিলাম। এমন আরও একটা এশিয়া কাপে শিরোপা নির্ধারণী ম্যাচে খুব কাছে গিয়েছিলাম আমরা। কয়েকটা ফাইনালে খুব কাছে গিয়ে হেরে যাওয়ায় মনে হয়েছে মানসিকভাবে আমাদের একটা বাধা আছে। ফাইনালে যেটা প্রভাবিত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন