
স্পোর্টস ডেস্কঃ সিলেটে দারুণ এক জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। রাফায়েল ওডোইনের জোড়া গোলে তারা ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। একাধিপত্যের ম্যাচে তারা ৩৭ মিনিটে এগিয়ে যায় ভ্যালেরি হাইশেরের গোলে। দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনের জোড়া গোলে ম্যাচ বের করে নেওয়ার পর ব্রাদার্সের মিনহাজ করেন সান্ত্বনাসূচক গোলটি। সুবাদে ১৪ ম্যাচে রাসেলের সংগ্রহ ৩৩ পয়েন্ট। একই সংগ্রহ আবাহনীর, তবে এক ম্যাচ কম খেলে।ময়মনসিংহে সাইফ স্পোর্টিং গতকাল বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়ে ধরে রেখেছে জয়ের ধারা। ৪ মিনিটে উজবেক ফরোয়ার্ড জাকিরভের ফ্রি-কিক গোলে এগিয়ে যাওয়া সাইফের ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ান করদোবা। তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান আলেসান্দ্রো চেলিন। সুবাদে সাইফের সংগ্রহ ২৯ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে শেখ জামাল ম্যাচ শুরু করে দারুণ গতিতে। প্রথম দশ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড এমিল সাম্বুর শট ফিস্ট করে ফেরান মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক। কিন্তু আট মিনিট বাদেই তিনি আত্মসমর্পণ করেন সলোমন কিংয়ের হেডে। এই লিড তারা ৩০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি। হাবিবুর রহমানের থ্রো-ইনে একজন হেড করার পর জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর ভলি শেখ জামালের জালে পৌঁছে যায়। প্রথম লেগে ৩-০ গোলে হারের বদলা নিতে জামাল দ্বিতীয়ার্ধে মরিয়া হয়েও নিজেদের ভুলে আর গোল পায়নি। সলোমন কিংয়ের ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ৫৫ মিনিটে আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড কাতেনের হেড যায় ক্রসবার উঁচিয়ে। শেখ জামালের সংগ্রহ ১৫ পয়েন্ট আর মুক্তিযোদ্ধার ১৬ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে ঢাকায় চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হেরেছে রহমতগঞ্জের কাছে।