News71.com
 Sports
 17 May 19, 12:52 AM
 623           
 0
 17 May 19, 12:52 AM

ক্রিকেট॥শূন্য রানে আউট দলের সবাই!

ক্রিকেট॥শূন্য রানে আউট দলের সবাই!

স্পোর্টস ডেস্কঃ ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দেখাল অবিশ্বাস্য এক দৃশ্য। একটি দলের ১০ ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। তারা সবাই আউটও হয়েছেন একই ঢঙে, বোল্ড! এমন মজার কিছু দেখা গেল অনূর্ধ্ব-১৯ আন্তজেলা ক্রিকেটে।ভারতের নারী ক্রিকেটে পিছিয়ে থাকা অনেক অঞ্চলই এখন যোগ দিচ্ছে। ফলে নারী ক্রিকেটের আঞ্চলিক পর্যায়ে এর আগেও বেশ মজার কিছু দৃশ্য দেখা গেছে। দুই অঙ্ক ছোঁয়ার আগে দলের অলআউট হয়ে যাওয়া বা অবিশ্বাস্য ব্যবধানের জয় গত মৌসুমেও দেখা গেছে। তবে কাসারাগদ ও ভায়ানাদের মধ্যে যা হলো, সেটা ব্যাখ্যা দেওয়া কঠিন।

গতকাল বুধবার ১৫ মে মালাপ্পুরুম জেলার পেরিন্থালামান্না স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন কাসারাগদ অধিনায়ক এস আকশাথা। তখন তো ভুলেও ভাবেননি এমন কিছু হতে যাচ্ছে। দুই ওপেনার কে ভিকশিথা ও এস চৈত্র প্রথম দুই ওভারে কোনো রান নিতে না পারলেও অন্তত টিকে ছিলেন। তৃতীয় ওভারেই সব বাঁধ ভেঙে পড়ল। প্রতিপক্ষ অধিনায়ক নিথিয়া লর্ধ বল হাতে নিলেন। ওই ওভারেই ফেলে দিলেন তিন উইকেট।এরপর আর পেরে ওঠেনি কাসারাগদ। একে একে ১০ ব্যাটারই শূন্য হাতে ফিরেছেন। সবার স্টাম্পই উড়িয়েছেন ভায়ানাদ বোলাররা। ক্রিকেটে বেশ অবিশ্বাস্য এক ঘটনা এটি। এমন কিছুর পরও কাসারাগদের স্কোরকার্ডে ৪ রান ছিল, সবই ভায়ানাদ বোলারদের উপহার। সে রান তাড়া করতে মাত্র এক ওভারই লেগেছে দলটির ওপেনারদের। ১০ উইকেটে ম্যাচ জিতেছে ভায়ানাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন