News71.com
 Sports
 16 May 19, 12:21 PM
 655           
 0
 16 May 19, 12:21 PM

ক্রিকেট ॥ আয়ারল্যান্ডকে অনায়াসে হারাল বাংলাদেশ

ক্রিকেট ॥ আয়ারল্যান্ডকে অনায়াসে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ডাবলিনে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আইরিশরা তোলে ২৯২ রান। জবাবে ৪২ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল। ২৯৩ রানের বিশাল এই রান তাড়া করতে নেমে ভালোভাবেই শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দারুণ সূচনা এনে দেন। তামিম ফিরেন ৫৭ রান করে। ৫৩ বল খরচায় নয়টি চারে ইনিংসটি সাজান তিনি। সিরিজে প্রথম সুযোগ পেয়ে লিটন দাস ছিলেন আরো উজ্জ্বল। ৬৭ বলে ৭৬ রান করেন। নয়টি চার ও একটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে। তার বিদায়ের পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে তারা ৬৪ রানের জুটি গড়েন। ৩৩ বলে ৫টি চারের সাহায্যে ৩৫ রান করে আউট হন মুশফিক। শেষ দিকে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৪ বলে মাত্র ৪৬ রান। ইনিংসের ৩৬তম ওভারে আইরিশ পেসার ব্যারি ম্যাককার্থির বলে সজোরে মারতে গিয়ে বাম পাশের পেশিতে টান লাগে সাকিবের। ব্যথা অনুভব করায় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। সাইড বেঞ্চে বসে থাকা ফিজিও দ্রুত মাঠে এসে সাকিবকে সাময়িক শুশ্রূষা দেন।

তবে খেলার জন্য নিজেকে ফিট না মনে করায় ৫০ রানে অপরাজিত থেকে মাঠ থেকে প্যাভেলিয়নে ফেরেন সাকিব। তার পরিবর্তে ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১৭ বলে ১৪ রান করে ফেরেন। এরপর সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯ বলে দুটি চার ও সমান ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন রিয়াদ। এর আগে তরুণ পেসার আবু জায়েদ রাহি বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখালেও আয়ারল্যান্ড ২৯২ রান করে চ্যালেঞ্জিং সংগ্রহ ছুঁড়ে দেয় বাংলাদেশ দলের সামনে। দলীয় ৫৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ভালোই প্রতিরোধ গড়ে তোলেন পল স্টার্লিং ও উইলিয়াম পোর্টারফিল্ড। এই দুই জনের ব্যাট হাতের দৃঢ়তায় আয়ারল্যান্ড এই বিশাল সংগ্রহ গড়ে। স্টার্লিং পেসার আবু জায়েদের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে করেন ১৩০ রান। তিনি বল খরচ করেছেন ১৪১টি। আর পোর্টারফিল্ড সেঞ্চুরি না করলেও ১০৬ বলে ৯৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। বল হাতে অন্যরা খুব একটা সাফল্য না পেলেও ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামা রাহি দারুণ খেলেছেন। ৫৮ রান খরচায় পাঁচ উইকেট পেয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন এই বাংলাদেশি পেসার। দুই উইকেট পেয়েছেন সাইফউদ্দিন। এছাড়া, রুবেল হোসেন পেয়েছেন একটি উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন