
স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট বিশ্বের প্রথম আইসিসি নারী ম্যাচ রেফারী হলেন ভারতের জি এস লক্ষি। আসছে বিশ্বকাপ থেকেই ছেলেদের ও মেয়েদের উভয় ক্রিকেটে কাজ করবেন তিনি।১৯৯১ সালে আনুষ্ঠানিক ভাবে ক্রিকেট শুরু করেন লক্ষি। ১৯৯৯ সালে ভারতের জাতীয় নারী দলের ইংল্যান্ড সফরে দলে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। ২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহন করেন তিনি।
২০০৮ সাল থেকে ভারতে নারী আম্পায়ারিং চালু হলে সেখানেও কাজ করার সুযোগ পান তিনি।এরপর মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটসহ ভারতে ছেলেদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারিং করেন ৫১ বছর বয়সি লক্ষি।এর আগে ভারতের বিহার ট্রফিতে কোচিংও করান এই সাবেক নারী ক্রিকেটার। তার এই বর্নাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য এবার তাকে আইসিসির ম্যাচ রেফারি প্যানেলে মর্যাদাপূর্ণ আসনে বসালো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।