
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডে আবু জায়েদ রাহীর পরিবর্তে তাসকিন আহমেদকে নেয়া হবে কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে টিম ম্যানেজমেন্ট তাসকিনকে চায় এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আরো বলেন, তাসকিন পুরোপুরি ফিট ও ভালো করলে স্কোয়াডে আসার সুযোগ আছে। যদিও রাহীকে কোনো ম্যাচে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেয়াটাও যৌক্তিক হবে না বলেও মন্তব্য করেন বিসিবি সভাপতি। তাসকিনের ভাগ্য খুলছে, কপাল পুড়ছে আবু জাহেদ রাহীর। আয়ারল্যান্ড থেকে এমন খবর ছড়িয়ে গেছে সব খানে। আখেরে হয়তো তাসকিনই হবেন ভাগ্যবান। তবে বোর্ড সভাপতি সবদিকেই বজায় রাখলেন। একদিকে বললেন পরিবর্তনের সিদ্ধান্ত ত্রিদেশীয় সিরিজের পর। আরেকদিকে জানালেন টিম ম্যানেজম্যান্ট নাকি তাসকিনকেই চায়।
তবে,তাসকিন নাকি রাহী এটা নিয়ে কথা বলতে রাজী নন নাজমুল হাসান পাপন। কারণ এরা নাকি স্কোয়াডে থাকলেও সুযোগ পাওয়া কঠিন। তিনি বলেন, 'মাশরাফিকে তো বাদ দেয়া যাবে না,মোস্তাফিজ ও খেলবে। সাইফুদ্দিন ভাল করছে ও খেলবে সাইফুদ্দিন না থাকলে রুবেল আছে। তারপরে কি হবে ওটা অনেক পরের বিষয়। সাকিব তিন নম্বরে খেলবেন সে ক্ষেত্রে লিটন অথবা সৌম্য'র যেকোন একজনকে খেলতে হবে নিচের দিকে। বিসিবি সভাপতি মনে করেন সৌম্যকে ওপেনিং থেকে সরানো কঠিন হবে। ত্রিদেশীয় সিরিজে ভালো করলেও বিশ্বকাপে কঠিন প্রতিযোগিতা দেখছেন বিসিবি সভাপতি।