News71.com
 Sports
 12 May 19, 04:51 AM
 641           
 0
 12 May 19, 04:51 AM

ফুটবল॥ চেলসিতেই থাকছেন লুইস

ফুটবল॥ চেলসিতেই থাকছেন লুইস

 

স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমের শেষ সময় ঘনিয়ে এসেছে। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দল-বদল নিয়ে সরগরম ইউরোপের ক্লাবগুলো। কেউ পুরাতন ক্লাব ছেড়ে নতুন ক্লাবকে ঠিকানা বানাচ্ছেন। কেউ ইংল্যান্ড ছেড়ে যাচ্ছেন স্পেনে, কেউ ফ্রান্স ছেড়ে ইতালিতে। তবে ডেভিড লুইসের কোথাও যাওয়া হচ্ছে না।পুরাতন ঠিকানা স্টামফোর্ড ব্রিজেই থাকছেন ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস। চেলসির সঙ্গে আরো দুই বছরের চুক্তি করেছেন তিনি। ২০২১ সাল পযর্ন্ত ব্লুজদের রক্ষণভাগ সামলাবেন এই তারকা। চেলসির সঙ্গে নতুন চুক্তির পর লুইস বলেন, ‘আমি এখানে অত্যন্ত সুখি এবং এই সুযোগ থাকার জন্য অনেক আনন্দিত। আমি ক্লাবটিকে ভালবাসি এবং একজন তরুণ খেলোয়াড়ের মতো আমারও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন