News71.com
 Sports
 11 May 19, 06:17 PM
 724           
 0
 11 May 19, 06:17 PM

ক্রিকেট॥ওয়েস্ট ইন্ডিজকে ৩২৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিলো আয়ারল্যান্ড

ক্রিকেট॥ওয়েস্ট ইন্ডিজকে ৩২৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড। পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা দেখাতে পারেনি। আজ আবারও মাঠে নামছে আইরিশরা। বিকাল ৩ টা ৪৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেনে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিকরা। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে আজও রান বন্যায় ডাবলিনের মাঠ ভাসিয়ে দিতে হবে।

ব্যাটে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারালেও দলের হাল ধরেন পল স্টার্লিং ও ব্যালব্রেইন। ১৪৬ রান যোগ করে এই জুটি। স্টার্লিং ৭৭ এবং ব্যালব্রেইন ১৩৫ রান করেন। শেষ দিকে নেমে কেভিন ও ব্রেইন ৪০ বলে ৬৫ এবং মার্ক অ্যাডায়ার ১৩ বলে ২৫ রান করেন।টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ক্যারিবীয়রা এবং ২ পয়েন্ট নিয়ে তলানীতে স্বাগতিকরা।ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ, কার্টলি অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জন কার্টার, জেসন হোল্ডার, পল অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।আয়ারল্যান্ড একাদশ : উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, ব্যালব্রেইন, ম্যাককুলাম, কেভিন ও ব্রেইন, উইলসন, ডকরেল, অ্যাডাইর, র্যা নকিন, মুরতাঘ ও লিটল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন