News71.com
 Sports
 08 May 19, 03:20 PM
 698           
 0
 08 May 19, 03:20 PM

ক্রিকেট॥ আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট॥ আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। প্রস্তুতি ম্যাচের জয়ের ধারাবাহিকতা, এ ম্যাচেও ধরে রাখতে চায় বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ায়, ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে।২৫ ফেব্রুয়ারি ২০১১। বিশ্বকাপের মঞ্চে বাঘের গর্জনে কেপে উঠেছিলো মিরপুরের আকাশ। টাইগারদের বারুদে পারফরমেন্সে ২৭ রানের হারের লজ্জায় পুড়েছিলো আয়ারল্যান্ড। দেশের মাটিতে আইরিশদের বধ করে, আসরে প্রথম জয়ের আনন্দ উল্লাসে ভেসেছিলো মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক।দীর্ঘ ৬ বছর পর, আবারো ত্রিদেশীয় সিরিজের মঞ্চে মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে দারুন আত্মবিশ্বাসী টাইগাররা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে খেলা, তিনটি প্রস্তুতি ম্যাচে একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, পরের দুটিতে দারুন জয় পেয়েছে হাথুরুর শিষ্যরা।

তিন ম্যাচে বাংলাদেশ তুলেছে ১০৫৩ রান। সেঞ্চুরি এসেছে মুশফিক ও সাব্বিরের ব্যাট থেকে। এছাড়া রান পেয়েছেন তামিম সৌম্য ও ইমরুল। ব্যাটসম্যানদের মত বোলাররাও নিজেদের প্রস্তুতিটা বেশ ভালভাবেই সেরেছেন।এবার মূল মঞ্চে নামার পালা। তবে, প্রথম ম্যাচের আগে ঘুরেফিরেই আলোচনায় আসছে টাইগারদের র্যাংাকিংয়ের এগিয়ে যাওয়ার বিষয়টি। এই সিরিজের ৪টি ম্যাচই জিতলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলাটাও নিশ্চিত হবে টাইগারদের।তবে, শঙ্কাও আছে । কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ও আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচ হারলেই পয়েন্ট নেমে আসবে ৮৭'তে। এতে করে র্যাং কিংয়ের আট নম্বরে নেমে যাবে মাশরাফিরা।সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় এই সিরিজে ভাল করতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ।নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারবেননা নিয়মিত অধিনায়ক মাশরাফি। অধিনায়কের দায়িত্বে থাকবেন সাকিব আল হাসান। দলীয় শক্তি ও অতীত পরিসংখ্যান সব বিভাগেই আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দু'দলের ৭টা ওয়ানডে ম্যাচের মধ্যে, ৫টিতে জয় পেয়েছে টাইগাররা। দু'টিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন