News71.com
 Sports
 07 May 19, 03:25 PM
 652           
 0
 07 May 19, 03:25 PM

বিশ্বকাপ ক্রিকেট॥ ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন দায়িত্বে দেখা যাবে গেইলকে

বিশ্বকাপ ক্রিকেট॥ ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন দায়িত্বে দেখা যাবে গেইলকে

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ক্রিস গেইল। পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন ক্যারিবীয় এই হার্ডহিটার ব্যাটসম্যান।এবারের বিশ্বকাপে ক্রিস গেইলকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ক্যারিবীয় দলের নেতৃত্বে থাকছেন জেসন হোল্ডার।১৯৯৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্রিস গেইলের। জাতীয় দলের হয়ে ইতিমধ্যে তিন ফরম্যাটে ৪৫০ ম্যাচ খেলে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৯৯২ রান করেছেন গেইল।

ব্যাট হাতে দাপট দেখানোর পাশাপাশি বল হাতে শিকার করেন ২৫৫ উইকেট। এই অলরাউন্ড নৈপুণ্যের পাশাপাশি জাতীয় দলের হয়ে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫৩টি ওয়ানডে, ২০টি টেস্ট এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন গেইল।বিশ্বকাপে উইন্ডিজের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর গেইল জানান, যে কোনো সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সব সময়ই সম্মানের ব্যাপার। সিনিয়র ক্রিকেটার হিসেবে অধিনায়ক ও দলের অন্যদের সহায়তা করা আমার দায়িত্ব।আগামী ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে দুইবারের চ্যাম্পিয়ন উইন্ডিজের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন