News71.com
 Sports
 05 May 19, 04:34 AM
 851           
 0
 05 May 19, 04:34 AM

ফুটবল॥ টানা ২৩ ম্যাচ পর পরাজয়ের ‘স্বাদ’ নিল বার্সেলোনা

ফুটবল॥ টানা ২৩ ম্যাচ পর পরাজয়ের ‘স্বাদ’ নিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্কঃ লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। সেল্টার হয়ে গোল করেছেন ম্যাক্সি গোমেজ ও ইয়াগো আসপাস।লা লিগা শিরোপা উৎসবটা হয়ে গেছে আগেই। চ্যাম্পিয়নস লিগের সেমিতে গেল ম্যাচে লিভারপুলের বিপক্ষে দেখা হয়েছে অন্যরকম এক রাত। তবু দ্বিতীয় লিগের খেলায় লিভারপুল যদি অতি নাটকীয় কিছু ঘটিয়ে ফেলে! লা লিগায় পাওয়ার কিছু নেই। ভালভার্দে আগেই ঘোষণা দিয়েছেন— মেসি-সুয়ারেজ-পিকেদের নিয়মিত একাদশের প্রায় সবাইকেই বিশ্রামে রাখবেন এ ম্যাচে। এরপর ভিদাল-কুতিনহোকে রেখেছেন বেঞ্চে বসিয়ে। তারকা খেলোয়াড় ডেম্বেলেকে মাঠে নামিয়ে পড়েছেন আরেক বিপদে ম্যাচের পঞ্চম মিনিটেই সদ্য চোট থেকে ফেরা ডেম্বেলে ফের চোটে পড়ে মাঠ ছাড়েন।

এমন বার্সেলোনাকে পেয়ে ছেড়ে কথা বলেনি সেল্টা। নিজেদের মাঠে স্প্যানিশ জায়ান্টদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। লা লিগায় টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়ের মুখ দেখল ভালভার্দের শিষ্যরা। এই মৌসুমে লা লিগায় এ নিয়ে বার্সেলোনা হেরেছেই মাত্র ৩ ম্যাচ।ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল বার্সেলোনাই। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। গোলের খরা কাটে দ্বিতীয়ার্ধে এসে। ৬৭ মিনিটে স্বাগতিকদের গোল এনে দেন ম্যাক্সি গোমেজ। দারুন এক ভলিতে দলকে এগিয়ে দেন সেল্টার উরুগুইয়ান এই স্ট্রাইকার। এরপর ৮৮ মিনিটে নিজেদের ডি বক্সে স্যামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআর-এর সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইয়াগো আসপাসের নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করে সেল্টা। জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন