News71.com
 Sports
 03 May 19, 07:35 AM
 702           
 0
 03 May 19, 07:35 AM

ফুটবল॥শিরোপা জয়ে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ

ফুটবল॥শিরোপা জয়ে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপের শিরোপার লড়াইয়ে শক্তিশালী লাওসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের ফেবারিট দাবি করে চ্যাম্পিয়নশিপ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন। অধিনায়কও চান কোচের আস্থার প্রতিদান দিতে। অন্যদিকে, শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাওস'ও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায়।

বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল সব ম্যাচেই দাপট দেখিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে, প্রতিটি ম্যাচেই ছোটনের দলের ফুটবলারদের গোল মিস বেশ সমালোচনা কুড়িয়েছে। লাওসের বিপক্ষে তাই ভুল করলেই শিরোপা হাতছাড়া হয়ে যাবে। বাংলাদেশ ও লাওস এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে। প্রতিপক্ষের জালে অতিথিরা যেখানে বল পাঠিয়েছে ১৮ বার। সেখানে স্বাগতিকদের গোল মাত্র সাতটি। বিষয়টি বেশ ভাবাচ্ছে ছোটনকে। লাওসের হয়ে সবগুলো ম্যাচেই আলো ছড়িয়েছেন স্ট্রাইকার পেই, আফাতসালা ও ইনথাফনে। ফাইনালেও ছোটন শীষ্যদের বিপক্ষে শুরুতেই এগিয়ে যেতে চাইবে তারা। ইনজুরির কারণে খেলতে পারবেন না স্বপ্না। পুরোপুরি ফিট নন কৃষ্ণাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন