News71.com
 Sports
 30 Apr 19, 06:50 AM
 649           
 0
 30 Apr 19, 06:50 AM

ক্রিকেট॥ ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী দল ঘোষনা করল আয়ারল্যান্ড

ক্রিকেট॥ ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী দল ঘোষনা করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ৩ মে একমাত্র ওয়ানডে এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অর্ধেক ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আয়ার্যাপন্ড।১৪ সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দেবেন উইলিয়াম পোর্টারফিল্ড। এই দুই সিরিজ দিয়েই আইরিশ দলে অভিষেক হতে যাচ্ছে দুই ক্রিকেটার লরকান টাকার ও জস লিটলের।চোখের সমস্যার কারণে আফগানিস্তান সিরিজ মিস করা দীর্ঘদিনের উইকেটকিপার-ব্যাটসম্যান গ্যারি উইলসনও দলে ফিরেছেন।

৯৯ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান দেশের হয়ে সেঞ্চুরি-ম্যাচের দোরগোড়ায় দাঁড়িয়ে। দল থেকে বাদ পড়েছেন পেসার পিটার চেজ, স্পিনার জেমস ক্যামেরন-ডো এবং সিমি সিং। ৫ মে শুরু হবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।আয়ারল্যান্ড স্কোয়াড : উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু বেলব্রিনে, জর্জ ডকরেল, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুর্তাগ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যা নকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, লরকান টাকার ও গ্যারি উইলসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন