News71.com
 Sports
 29 Apr 19, 06:16 AM
 636           
 0
 29 Apr 19, 06:16 AM

ফুটবল॥ঘরের মাঠে পয়েন্ট হারাল ম্যানইউ

ফুটবল॥ঘরের মাঠে পয়েন্ট হারাল ম্যানইউ

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আগেই শেষ হয়ে গেছে ম্যানইউ-এর জন্য। লক্ষ্য ছিল পয়েন্ট টেবিলে অন্তত তিন নম্বরে উঠে আসার। তাহলে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে সরাসরি খেলার সুযোগ পাবে তারা। কিন্তু সে লক্ষ্যেও পৌঁছতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে চেলসির বিপক্ষে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুলেই গোল হজম করতে হলো রেড ডেভিলদের! আর এতেই তৃতীয় অবস্থানে উঠে আসার সুযোগ হাতছাড়া হলো ম্যানইউ’র। চেলসির সঙ্গে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ফলে ৩৬ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে ম্যানইউ। সমান সংখ্যক ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে চেলসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন