News71.com
 Sports
 27 Apr 19, 06:34 PM
 1020           
 0
 27 Apr 19, 06:34 PM

জুভেন্টাসের পথে রিয়ালের দুই ফুটবলার

জুভেন্টাসের পথে রিয়ালের দুই ফুটবলার


স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুম শুরু হওয়ার আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছেদ করে জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শোনা যাচ্ছে সেই ‘রেওয়াজ’ নাকি আগামী মৌসুমেও দেখা যেতে পারে। অর্থাৎ রিয়াল মাদ্রিদের ফুটবলাররা স্পেন ছেড়ে ইতালির জুভেন্টাসে যোগ দিতে পারেন।তালিকায় রয়েছেন দুই তারকা ফুটবলার ব্রাজিলিয়ান মার্সেলো এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলার কলোম্বিয়ার হামেস রদ্রিগেজ।

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিয়ালের প্রথম দলের অন্যতম তারকা ফুটবলার মার্সেলো নিজের প্রিয় বন্ধু রোনালদোর সঙ্গে আরেকবার এক সঙ্গে খেলতে ইচ্ছুক। ফলে নতুন মৌসুমে তিনি জুভেন্টাসে যোগ দিতে চান।অন্যদিকে রিয়াল মাদ্রিদের প্রথম এগারোয় সুযোগ না পাওয়ার জের ধরে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে খেলছিলেন রদ্রিগেজ। তবে তাকে আগামী মৌসুমের জন্য দলে রাখতে ইচ্ছুক নয় রিয়াল বা বায়ার্ন কেউই। তার এজেন্ট হোর্হে মেন্ডিস চাইছেন রদ্রিগেজ জুভেন্টাসে যোগ দিন। যার জন্য রীতিমতো চেষ্টা চালাচ্ছেন এজেন্ট মেন্ডিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন