News71.com
 Sports
 27 Apr 19, 12:12 PM
 667           
 0
 27 Apr 19, 12:12 PM

ক্রিকেট॥পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডেতে নারী আম্পায়ার

ক্রিকেট॥পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডেতে নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্কঃ প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ক্লাইরে পোলোস্যাক। এর মধ্য দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই নারী আম্পায়ার। আজ শনিবার আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগে ডিভিশন টু'-এর ম্যাচে দায়িত্ব পালন করবেন পোলোস্যাক। ৩১ বছর বয়সী এই আম্পায়ার নারীদের ১৫টি ওয়ানডে পরিচালনা করেছেন। আইসিসির ইভেন্টেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে পোলোস্যাকের। ২০১৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। এছাড়া ২০১৭ সালের বিশ্বকাপেও চারটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ান এই আম্পায়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন