
স্পোর্টস ডেস্ক: বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্রুততম গোলটি করেছেন আজ বাংলাদেশের ফরোয়ার্ড সানজিদা খাতুন।আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের ২৯ সেকেন্ডের মাথায় গোলের দেখা পায় বাংলাদেশ।এ সময় কিরগিজস্তানের ডি বক্সের বামদিক থেকে শট নেন মার্জিয়া। তার নেওয়া শট ঝাপিয়ে পড়ে ধরতে যান কিরগিজস্তানের গোলরক্ষক। কিন্তু বল তিনি ধরতে পারেননি। ফাঁকায় বল পেয়ে যান সানজিদা। বাম পায়ের শটে বল জালে পাঠান তিনি।
বি গ্রুপের প্রথম মাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত হয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যাদের। আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কিরগিজস্তানের মুখোমুখি হয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।