News71.com
 Sports
 23 Apr 19, 12:58 PM
 665           
 0
 23 Apr 19, 12:58 PM

বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার লীগে সৌম্যর সেঞ্চুরি চমক॥

বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার লীগে সৌম্যর সেঞ্চুরি চমক॥

স্পোর্টস ডেস্ক: সমালোচকদের দেখিয়ে দিলেন সৌম্য সরকার। প্রমাণ করলেন বিশ্বকাপে বাংলাদেশ দলে তার জায়গা পাওয়াটা কোনও ভুল ছিল না। বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে (লিস্ট ‘এ’ ও আন্তর্জাতিক ওডিআই মিলে), এই প্রথম কোনও ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌম্য সরকার।আজ মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের শেষ রাউন্ডে এই কীর্তি গড়েন আবাহনী লিমিটেডের হয়ে খেলা এই ব্যাটসম্যান। তার অপরাজিত ২০৮ রানের ইনিংসে ভর করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৯ উইকেটে হারায় আবাহনী। এই জয়ে লিগ শিরোপাও ঘরে উঠল ধানমন্ডির ক্লাবটির।

রকিবুল হাসানকে পেছনে ফেলে ১৪৯ বলে ২০০ রান করেছেন সৌম্য। এর আগে ২০১৭ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এই আবাহনীর বিপক্ষে ১৩৮ বলে রকিবুলের ১৯০ ইনিংসটিই এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। আর সৌম্যর আগের সেরা ছিল ১৫৪ রান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন