sports
 14 Apr 19, 12:32 PM
 40             0

আইপিএল॥১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন গেইল

আইপিএল॥১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন গেইল

স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। আইপিএলের ২৮তম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ইনিংসের শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ক্রিস গেইল। গতকাল শনিবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট কিংস ইলেভেন পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। গেইল অপরাজিত থাকেন ৯৯ রানে। প্রথমে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন পাঞ্জাবের এই ওপেনার। ম্যাচে ক্যারিবীয় এই ব্যাটিং দানব মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। গেইলের ইনিংসটি ৬৪ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব আইপিএলে খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। শনিবারের আগে ছয় ম্যাচে যথাক্রমে, ৭৯, ২০, ৪০, ৫, ১৬ ও ৬৩ সবমিলে ২২৩ রান করেন গেইল। গতকাল শনিবার ব্যাটিং তাণ্ডব চালান ক্যারিবীয় এই ড্যাশিং ব্যাটসম্যান গেইল। আগের ছয় ম্যাচে টানা হেরে খাদের কিনারায় উপনীত বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু। অন্যদিকে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বর পজিশনে আছে কিংস ইলেভেন পাঞ্জাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')