
স্পোর্টস ডেস্কঃ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে গত মাসেই জেল খেটেছেন মাহফুজা আক্তার কিরণ। সেই কিরণই ফুটবলের আন্তর্জাতিক কমিটিতে নির্বাচিত হলেন। ভোটের লড়াইয়ে জিতে হয়েছেন ফিফার কাউন্সিল মেম্বার এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির নারী প্রতিনিধি। আজ ৬ এপ্রিল, শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির কংগ্রেসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মালদ্বীপের মরিয়ম মোহামেদকে ৩১-১৫ ভোটে হারিয়েছেন। এই কমিটি ২০২৩ সালের এশিয়ান কাপ কোথায় হবে তার সিদ্ধান্ত নেবে। এএফসির সভাপতি পদে আগের মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাহরাইনের শেখ সামলান বিন ইব্রাহিম আল খেলাইফি। এবারও তিনি সভাপতি হিসেবে থাকছেন। মাহফুজা আক্তার কিরণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়া বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য তিনি।
প্রসঙ্গ, গত ৮ মার্চ বাফুফে দফতরে এক সংবাদ সম্মেলনে কিরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেছিলেন, ‘পিএম হিসাবে সব খেলাই তার কাছে সমান। তিনি সেখানে কেন দুই চোখে দেখবেন? মেয়েরা ব্যাক টু চ্যাম্পিয়ন। গিফট তো পরের কথা। অভিনন্দন তো দিতে পারেন তিনি। মিডিয়াতে তিনি কি কোন অভিনন্দন জানিয়েছেন?’ কিরণ ওইদিন আরো বলেন, `বিএফএফের টাকা কেন প্রধানমন্ত্রীর হাত দিয়ে দেওয়া হবে? বিএফএফ সরকারের কাছে থেকে কোন ফ্যাসিলিটিজ নেয় না। প্রধানমন্ত্রীর সঙ্গে বিসিবির অনেক স্বার্থ রয়েছে। বিসিবি সরকারের অনেক ফ্যাসিলিটিজ নেয়। চুন থেকে পান খসলেই তারা প্লট পেয়ে যায়, গাড়ি পেয়ে যায়।’ এরপর প্রধানমন্ত্রীর পাশাপাশি ফুটবল ও ক্রিকেট সংগঠকদের মানহানি হয়েছে অভিযোগ করে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও যান। পরে জামিনে মুক্তি পান।