News71.com
 Sports
 01 Apr 19, 07:30 AM
 703           
 0
 01 Apr 19, 07:30 AM

ফুটবল॥এমবাপের একমাত্র গোলে পিএসজির জয়

ফুটবল॥এমবাপের একমাত্র গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক: তুলুজের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে পিএসজি। কিলিয়ান এমবাপের একমাত্র গোলে জয় পাওয়ায় লিগ ওয়ানের মুকুট ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি।বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট হয়। এর মধ্যে ১৮ মিনিটে খুব কাছাকাছি থেকে এমবাপের নেওয়া শট গোলরক্ষক ফেরানোর পর এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের ফিরতি শট ক্রসবারের ওপর দিয়ে গেলে পিএসজির প্রথম ভালো সুযোগটি নষ্ট হয়।

এরপর ৩৫তম মিনিটে পারেদেসের তৈরি করে দেওয়া বল টোকায় জালে পাঠান পিএসজির মার্কিনিয়োস। কিন্তু এর আগে প্রেসনেল কিম্পেম্বে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করায় ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে গোল বাতিল করে দেন রেফারি।৪৩তম মিনিটে পিএসজির পারেদেসের দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।অবশেষে ৭৪তম মিনিটে টিলো কেরারের বল দারুণভাবে নামিয়ে জাল খুঁজে নেন এমবাপে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন