News71.com
 Sports
 30 Mar 19, 05:53 AM
 1463           
 0
 30 Mar 19, 05:53 AM

আবারও বাবা হচ্ছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো॥

আবারও বাবা হচ্ছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো॥

স্পোর্টস ডেস্ক: ৫ম বারের মতো বাবা হতে চলেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বান্ধবী জিওর্জিনার একটি ছবি দেখে এই জল্পনা ছড়িয়েছে। পর্তুগালের এক সংবাদমাধ্যমের দাবি, রোনালদোর বান্ধবী অন্তঃসত্ত্বা। যা জর্জিনার ছবি দেখলেই বোঝা যাচ্ছে।লক্ষ্য নিয়ে চলতে ভালোবাসেন রোনালদো। ফুটবল মাঠে তার লক্ষ্য সেরার সেরা হওয়া। আর মাঠের বাইরে পরিবারকে নিয়েই থাকতে ভালোবাসেন। অনেকদিন আগেই তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে সাত সন্তানের বাবা হতে চান। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। ইতিমধ্যেই চার সন্তানের বাবা তিনি।

এদের মধ্যে ক্রিশ্চিয়ানো জুনিয়র সবচেয়ে বড়। তার বয়স ৯ বছর। আপাতত জুভেন্টাসের অ্যাকাডেমিতে চুটিয়ে খেলছে ক্রিশ্চিয়ানো জুনিয়র। এছাড়াও তিন সন্তান রয়েছে রোনালদোর।কয়েকমাস আগেই মা হয়েছেন রোনালদোর বান্ধবী জিওর্জিনা। যমজ সন্তানের মা হয়েছেন তিনি। আরও একবার তিনি মা হতে চলেছেন বলে দাবি পর্তুগিজ সংবাদমাধ্যমের।সম্প্রতি পর্তুগালের হয়ে রোনালদোর খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন জিওর্জিনা। সেখানেই নাকি জিওর্জিনাকে দেখে মনে হয়েছে তিনি আবার মা হতে চলেছেন। যদিও, রোনালদো বা জিওর্জিনা কেউই এ নিয়ে মুখ খোলেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন