
স্পোর্টস ডেস্ক: বিপক্ষ দলে ডেভিড ওয়ার্নারের মত একজন ফর্মে থাকা ব্যাটসম্যান থাকলে কোনও রানই নিরাপদ নয়। শুক্রবার(২৯মার্চ) ম্যাচ হারের পর সাফ জানিয়ে দিলেন রাজস্থান দলনেতা আজিঙ্কা রাহানে।ক্যারিয়ারের দ্বিতীয় এবং চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরি করে এদিন রাজস্থানকে পাহাড়প্রমাণ ১৯৮ রানে পৌঁছে দেন সঞ্জু স্যামসন। ৭০ রানের অধিনায়কোচিত ইনিংসে তাকে যোগ্য সহায়তা করেন রাহানে নিজে।কিন্তু রাজস্থানের ছুঁড়ে দেওয়া সেই লক্ষ্যমাত্রা এদিন এক ওভার বাকি থাকতে সহজেই তুলে নেয় হায়দ্রাবাদ। আর তাতে ব্যাট হাতে অগ্রণী ভূমিকা পালন করেন অজি বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য নির্বাসনমুক্ত হয়েছেন। বিশ্বকাপের জন্য নিজেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ঝালিয়ে নিচ্ছেন ওয়ার্নার। প্রথম ম্যাচে নাইটদের বিরুদ্ধে ৫৩ বলে মারকাটারি ৮৫ রান কাজে না এলেও দ্বিতীয় ম্যাচে ওয়ার্নারের ৩৭ বলে বিধ্বংসী ৬৯ রানে ধামাচাপা পড়ে গেল স্যামসনের ইনিংস।রাহানের মতে, পিচে বল একটু থমকে আসছিল। তাই ১৯০’র বেশি রান ডিফেন্ড করার জন্য উপযুক্ত ছিল। কিন্তু পাওয়ার প্লে-তে মোমেন্টাম পেয়ে গেল সানরাইজার্স। যখন ডেভিড ওয়ার্নারের মত কোনও ব্যাটসম্যান এমন সংহার মূর্তি ধারণ করে, তখন এই রানও বোলারদের জন্য কম হয়ে যায়।উল্লেখ্য, এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সানরাইজার্স হায়দ্রাবাদের সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের নজির এটাই। বিপক্ষ দলনায়ক রাহানের কথাতেই পরিষ্কার এদিনের ম্যাচে রয়্যালস আর জয়ের মাঝে প্রধান কাঁটা হয়ে উঠলেন ওয়ার্নারই।
তবে ওয়ার্নারের পাশাপাশি বিজয় শংকরেরও প্রশংসা শোনা যায় রাহানের মুখে। পাশাপাশি শতরানকারী স্যামসন প্রসঙ্গে রাজস্থান দলনায়ক জানান, ‘সেও ভীষণ হতাশ। তবে অনেকটা পথ চলা বাকি। ওকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’ অন্যদিকে সানরাইজার্স অধিনায়কের মতে, ‘ওয়ার্নার-বেয়ারস্টোর গড়ে দেওয়া ভিতই দলের ম্যাচ জয় অনেক সহজ করে দিয়েছে।’ এদিনের ম্যাচ জয় যে কোনওমতেই সহজ ছিল না তা স্বীকার করে এই জয়কে ‘দলগত প্রচেষ্টার ফসল’ হিসেবে ব্যাখ্যা করেছেন হায়দ্রাবাদের কিউই অধিনায়ক।বল হাতে ২৪ রান খরচ করে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে এদিন হায়দ্রাবাদের ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হন আফগান স্পিনিং অল-রাউন্ডার রশিদ খান। জয়ের পর ম্যাচ সেরা রশিদ জানান, ‘ইতিবাচক হয়ে প্রত্যেক ম্যাচে সব বিভাগেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এদিনের পারফরম্যান্স তারই প্রমাণ।’