News71.com
 Sports
 27 Mar 19, 05:35 AM
 721           
 0
 27 Mar 19, 05:35 AM

পিএসজি'তেই থাকছেন নেইমার

পিএসজি'তেই থাকছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তে যোগ দেওয়ার পর থেকেই নেইমারের ফ্রান্স ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই গুঞ্জন নেইমার ও রিয়ালকে জড়িয়ে। কিন্তু এতো এতো গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন নেইমারের বাবা নেইমার সিনিয়র (নেইমারের এজেন্টও তিনি)।নেইমারের বাবা বলেন, ‘পিএসজির সঙ্গে চুক্তির দ্বিতীয় বর্ষে রয়েছে নেইমার। চুক্তির মেয়াদ এখনও তিন বছর রয়েছে। অবশ্য ইতিমধ্যে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে পিএসজির সঙ্গে আমাদের কথা হয়েছে।’তিনি বলেন, ‘১৭ বছর বয়স থেকেই নেইমারকে নিয়ে নানারকম গুঞ্জন উঠে আসছে। যখন থেকে সে প্রথমবার পেশাদার ফুটবলে নাম লিখিয়েছে তখন থেকেই। নেইমার তার ক্যারিয়ারে মাত্র দুটি দল বদল করেছে। কিন্তু এসব গুঞ্জনের সঙ্গে সে পরিচিত প্রায় ১০ বছর ধরে।’ নেইমারের বাবা যোগ করেন, ‘নেইমারের পিএসজি ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মানুষের বিভিন্ন গুঞ্জনে বোঝা যাচ্ছে যে তার ক্যারিয়ার ভালোভাবেই আগাচ্ছে। সে সব সময়ই একজন গুরুত্বপূর্ণ নাম। তার মানে এই নয় যে নেইমার পিএসজি ছেড়ে এই ক্লাব কিংবা ওই ক্লাবে যোগ দিতে যাচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন