News71.com
 Sports
 21 Mar 19, 01:02 PM
 655           
 0
 21 Mar 19, 01:02 PM

কৃতি ফুটবলার নেইমারের অনুপস্থিতি ভোগাবে ব্রাজিল দলকে

কৃতি ফুটবলার নেইমারের অনুপস্থিতি ভোগাবে ব্রাজিল দলকে

স্পোর্টস ডেস্ক:গত জানুয়ারিতে চোটে আক্রান্ত হয়ে বিশ্রামে রয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার। তাঁকে ছাড়া আগামী শনিবার পানামা এবং পরে চেক রিপাবলিকের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নামতে হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। নেইমারের না থাকাটা দলের জন্য কিছুটা হলেও ক্ষতি হয়েছে বলে মনে করেন দলটির ফরোয়ার্ড রিচারলিসন। তবে নেইমারের অভাব কিছুটা পূরণের চেষ্টা করবেন তিনি।বর্তমান ব্রাজিল দলে নেইমারের খুব গুরুত্ব নিয়ে রিচারলিসন বলেন, ‘আমি মনে করি সত্যিকার অর্থেই নেইমারকে সবাই মিস করবে। সে একজন অসাধারাণ খেলোয়াড়। কিন্তু আমি প্রস্তুত আছি। সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে জানে। নিজের সেরাটা দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছে। আর এভাবেই জাতীয় দলকে আমরা জয় উপহার দিতে পারি। এটা ঠিক যে কঠিন ম্যাচকে সবসময়ই সহজ করে তুলে নেইমার। সঙ্গত কারণেই সে খেলতে পারছে না। তবে আমাদের চেষ্টা করতে হবে তার অনুপস্থিতি পূরণ করতে।’

গত নভেম্বরে ক্যামেরুনের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন রিচারলিসন। তিনি আরো বলেন, ‘আমি যখন প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাই সর্বোচ্চ গোলদাতা হওয়াই আমার লক্ষ্য ছিল। প্রতিটি ম্যাচেই আমি গোল করতে চাই। ক্লাব ফুটবলেও আমি অনেক গোল করেছি যা জাতীয় দলে ধরে রাখতে চাই।’পর্তুগালের পোর্তোতে পানামার বিপক্ষে ম্যাচে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার মিরান্ডাকে দেখা যেতে পারে। যদিও সিরি-এ দল ইন্টার মিলানের হয়ে মিরান্ডা খুব একটা ফর্মে নেই। ইন্টার ম্যানেজার লুসিয়ানো স্পালেত্তি মিরান্ডার পরিবর্তে মিলান স্ক্রিনিয়ার ও স্টিফান ডি ভ্রিজের ওপরই বেশি আস্থা রাখছেন। মিরান্ডা অবশ্য এখনই জাতীয় দলকে বিদায় বলছেন না। সর্বোচ্চ পর্যায়ে যত দিন খেলা সম্ভব তিনি খেলতে চান। ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত অন্তত তাঁর খেলার ইচ্ছে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন