News71.com
 Sports
 19 Mar 19, 12:12 PM
 941           
 0
 19 Mar 19, 12:12 PM

বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয় আইসিসি॥

বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয় আইসিসি॥

স্পোর্টস ডেস্কঃ আইসিসি মনে করছে, ইংল্যান্ড ও ওয়েলসে আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। নিউজিল্যান্ডের ওই ঘটনার পর বিশ্বকাপে নিরাপত্তা বাড়ানো হবে কি-না? আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কাছে জানতে চেয়েছিলেন পাকিস্তানি সাংবাদিকরা। উত্তরে রিচার্ডসন বলেন, 'নিরাপত্তার ব্যাপারটি নতুন কিছু নয়। আমরা সব সময়ই এ ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখে এসেছি। এটা ঠিক যে, নিউজিল্যান্ডের ঘটনা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। প্রমাণ করে দিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। বিশেষ করে বিশ্বকাপের সময় এই ব্যাপারটি সবচেয়ে গুরুত্বের সঙ্গেই দেখা হবে।

তিনি বলেন, 'এরই মধ্যে আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞ দল যুক্তরাজ্য সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করেছে। যদি নিরাপত্তা হুমকি বেড়ে যায় তাহলে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। তবে এটা নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই।' পিএসএলে ফাইনাল দেখতে করাচি গিয়েছিলেন ডেভ রিচার্ডসন। সেখানেই স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন