
স্পোর্টস ডেস্ক: বাইশ গজেও পাকিস্তানকে এক ঘরে করার ভারতের দাবিতে সায় দেয়নি আইসিসি৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিশ্বকাপে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মেনে নিয়েছে আইসিসি৷ কিন্তু সন্ত্রাসবাদকে প্রশয় দেওয়া কোনও দেশকে বহিষ্কার করার ক্ষমতা তাদের নেই বলে পরিষ্কার জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ আইসিসি-র সিদ্ধান্ত নিয়ে নিজেদের বক্তব্য ব্যক্ত করেছে বিসিসিআই৷ সোমবার বোর্ড সচিব অমিতাভ চৌধুরী জানান, বোর্ডের একজিকিউটিভ বৈঠকের পর আইসিসি চেয়ারম্যান আমাদের জানিয়েছে, আতঙ্কবাদকে প্রশয় দেওয়া কোনও দেশকে বয়কট করার অধিকার তাদের হাতে নেই৷
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হামলার পর থেকেই পাক বিরোধী স্লোগান ওঠে সারা দেশে৷ হামলায় শহিদ ৪০ জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানকে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার পাশাপাশি বাইশ গজেও পাকিস্তানকে বয়কটের দাবি ওঠে৷ ফলে আসন্ন বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ভারত-পাক মহারণ নিয়েও সংশয় দেখা দেয়৷ কারণ পুলওয়ামা ঘটনার পর বিশ্বকাপে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা ও আতঙ্কবাদকে প্রশয় দেওয়া দেশের বিরুদ্ধে কোনও দেশের খেলা উচিত নয় বলে আইসিসি-কে চিঠি দেয় বিসিসিআই৷ কিন্তু ভারতীয় বোর্ডের বোর্ডের প্রথম দাবি মেনে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দ্বিতীয় বিষয়টি তাদের এক্তিয়ারে নেই বলে জানায় আইসিসি৷ ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসছে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ৷ দ্বাদশ ওয়ান ডে বিশ্বকাপেও ভারত-পাক ম্যাচই টুর্নামেন্টের ইউএসপি৷ ১৬ জুন গ্রুপ লিগে ম্যাঞ্চেস্টারে মুখোমুখি এই দুই প্রতিবেশী দেশ৷ বিশ্বকাপে ভারত অভিযান শুরু করবে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷