
স্পোর্টস ডেস্কঃ আজ বৃহস্পতিবার পল্টন ময়দান সংলগ্ন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে ফ্লেইম বয়েজ ৩৩-৯ গোলে স্টার স্পোর্টসকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। দিনের অন্য ম্যাচে পূর্বাচল পরিষদ ১৪-১২ গোলে হারিয়েছে জুরাইন জনতা ক্লাবকে। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন ফ্লেইম বয়েজের পারভেজ মোশারফ।
আজ বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেন ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং মিনহাজ হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি মো. নুরুল হোসেন ও সাংগঠনিক কমিটির সম্পাদক এস.এম.খালেকুজ্জামান।