
স্পোর্টস ডেস্কঃ মহারাজের মুকুটে নতুন পালক৷ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে এবার পাওয়া যাবে নতুন ভূমিকায়৷ ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর৷ ৩০ মে থেকে শুরু হচ্ছে সেই বিশ্বকাপ৷ বিশ্বকাপের অন্যতম ফেভারিট কোহলি অ্যান্ড কোম্পানি৷ বাইশ গজে এই ক্রিকেট ডুয়েল শুরুর আগে আরও একটি বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ড ও ওয়েলসে৷ লন্ডনের মাটিতে এবার পথচারী শিশুদের নিয়ে প্রথমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে৷ সেখানেই বিশেষ দায়িত্বে পাওয়া যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে৷ এই বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের শুভেচ্ছাদূত করা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে৷
৭ মে লর্ডসে বসতে চলেছে টুর্নামেন্টের ফাইনাল৷ ফাইনালের দিন লর্ডসে উপস্থিত থাকতে পারেন মহারাজ৷ আজ কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভকে টুর্নামেন্টের ভারতীয় শুভেচ্ছাদূত বলে ঘোষণা করা হয়৷ পথ শিশুদের নিয়ে এই বিশ্বকাপের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্বেচ্ছাসেবী সংস্থা৷ দশ দেশের দল নিয়ে প্রথমবারের জন্য বিশেষ ধরনের এই বিশ্বকাপ হতে চলেছে৷ পথশিশুদের নিয়ে হতে চলা এই বিশ্বকাপে ছেলেদের পাশাপাশি ভারতীয় দলে খেলবে মেয়েরাও৷ বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে মহারাজ বলেন, অভিনব উদ্যোগে সামিল হতে পেরে সম্মানিত। খেলার মধ্যে দিয়ে শিশুদের সঠিক বিকাশ ঘটে৷ পথশিশুদের নিয়ে ক্রিকেট বিশ্বকাপ সত্যিই নতুন ভাবনা৷ উদ্যোগকে সাধুবাদ জানাই৷