News71.com
 Sports
 17 Feb 19, 04:30 PM
 610           
 0
 17 Feb 19, 04:30 PM

পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করল ভারত॥

পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করল ভারত॥

স্পোর্টস ডেস্কঃ গত ১৪ ফেব্রুয়ারি বিকালে কাশ্মীরের পুলওয়ামার আওয়ান্তিপরা শহরের জাতীয় সড়কে সিআরপিএফের সদস্যদের গাড়িবহরে এক আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জওয়ান নিহত ও আরও ৪১ সেনা আহত হয়। এ ঘটনায় শোকাহত ভারত। এমন আত্মঘাতী বোমা হামলা ঘটনায় হতবিহ্বল ভারতীয়রা। এ শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন ও ক্রীড়াজগতের তারকাদের মাঝেও।

পুলওয়ামা হামলার ঘটনায় ভারতে বন্ধ করে দেয়া হয়েছে পাকিস্তান সুপার লিগের খেলার (পিএসএল) সম্প্রচার। ডি স্পোর্টসে সম্প্রচার করার কথা ছিল এই টুর্নামেন্ট। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে পিএসএলের খেলা ভারত সম্প্রচার করবে না। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় পিএসএলের এবারের আসর। এর আগে পাকিস্তান সুপার লিগের ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ ইউনাইটেড। ঠিক পরের বছর তথা ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয় পেশোয়ার জালমি। ২০১৭ সালে আবারও চ্যাম্পিয়ন হয় ইসলামাদ ইউনাইটেড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন