
নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম পর্বের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) কমিশনার মোঃ মাহাবুবর রহমান। থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপত্তা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ৩০ জানুয়ারি পর্যন্ত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। নিরাপত্তা প্রসঙ্গে সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান বলেন,বিপিএলে খেলতে দেশি-বিদেশি ক্রিকেটাররা আসবেন।
বিমানবন্দর থেকে হোটেল,যাতায়াতের রাস্তা,খেলার মাঠ ও মাঠের বাইরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিয়মিত পোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা টিম,সিটি স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন এজেন্সি নিয়োজিত থাকবে। স্ট্যান্ডবাই হিসেবে থাকবে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট,বম্ব ডিসপোজাল ইউনিট। সমন্বয় সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান,অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম,উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।