News71.com
 Sports
 14 Jan 19, 03:51 PM
 1190           
 0
 14 Jan 19, 03:51 PM

বাগেরহাটে ভট্ট সুপারলীগ ক্রিকেট খেলায় ব্রাদার্স কিং চ্যাম্পিয়ান সিএন্ডবি বাজার  

বাগেরহাটে ভট্ট সুপারলীগ ক্রিকেট খেলায় ব্রাদার্স কিং চ্যাম্পিয়ান সিএন্ডবি বাজার   

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ভট্টবালিয়াঘাটা বাস ষ্ট্যান্ড সংলগ্ন  মাঠে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে এন এন ট্রেডার্সের পৃষ্ঠপোষক্তায় ৬ দলীয় ক্রিকেট সুপারলীগ খেলার চুড়ান্তপর্ব গতকাল অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাদার্স কিং এবং ডিজেএইটার্স রানার্স আপ হয়েছে। মোকাররম হোসেন মঞ্জুর সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক বক্কার খান। সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সদর থানা যুবলীগের আহবায়ক বাবু লিটন সরকার, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন,থানা আওয়ামীনেতা, চিনĄয় দেবনাথ, সুশান্ত দাশ, আ: আলিম চাকলাদার, মনিরুľামান, আজাদ শেখ,এস আই রবিউল ইসলাম প্রমুখ। খেলায় চুলকাঠি প্রেস ক্লাব মিডিয়া পার্টনার হিসাবে ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন