
স্পোর্টস ডেস্কঃ প্রথম ইনিংসে মাহমুদউল্লাহর দুর্দান্ত সেঞ্চুরি আর তিন ব্যাটসম্যানের ফিফটি মিলিয়ে ৫০৮ রানের বিশাল সংগ্রহ নিয়ে এমনিতেই ম্যাচে এগিয়ে ছিল টাইগাররা। এরপর বল হাতে শেষ বিকেলে সাকিব-মিরাজদের অবিশ্বাস্য ঘূর্ণিজাদুতে ম্যাচের লাগাম এখন বাংলাদেশের দখলে। দুই স্পিনার মিলেই তুলে নিয়েছেন উইন্ডিজের পাঁচ টপ অর্ডার ব্যাটসম্যানকে, যার সবগুলোই বোল্ড! এমন ঘটনা টেস্ট ক্রিকেটে সর্বশেষ দেখা গেছে ১২৮ বছর আগে। সেই কীর্তি ছুঁয়েছে টাইগাররা। ব্যাট-বল দুদিকেই একচেটিয়া আধিপত্য নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন পার করল বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করার পর ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় দলটি। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ পাল্লা দিয়ে আঘাত হানছেন ক্যারিবীয়দের ব্যাটিং লাইনে। পতন হওয়া ৫ উইকেটের তিনটি মিরাজ ও দুটি নিয়েছেন সাকিব। দিনশেষে শিমরন হেটমায়ের ৩২ ও শেন ডওরিচ ১৭ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০৮ রান করে অলআউট হয়। আগের দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সেখান থেকেই ইনিংসকে বড় একটা জায়গায় নিয়ে যান মাহমুদউল্লাহ-সাকিব-লিটনরা। আজ সকালে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ফের প্রথম ইনিংসে ফের ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৩০১ রানে সাকিব ফিরে যান ৮০ রান করে। পর শক্ত হাতে হাল ধরেন মাহমুদউল্লাহ ও লিটন দাস। ৯২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৫৪ রানে লিটন বিদায় নেন। তবে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। অষ্টম উইকেটে মেহেদি হাসান মিরাজ (১৮) আউট হওয়ার পর তার সঙ্গী এখন তাইজুল। দলীয় ৪৭২ রানে আউট হন তাইজুল (২৬)। পরে নাইম হাসানকে নিয়ে মাহমুদউল্লাহ ইনিংসকে নিয়ে যান ৫০৮ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ আউট হন ১৩৬ রান করে। ২৪২ বল থেকে ১০টি চারের মারে দুর্দান্ত এই ইনিংস খেলেন তিনি। ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, দেবেন্দ্র বিষু, ক্রেইগ ব্র্যাথওয়েট ও জোমেল ওয়ারিকান।এর আগে প্রথম দিনে টস জিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সাদমান ইসলামের ৭৬ ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে দিনশেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫৯ রান। এছাড়া মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন করেন ২৯ রান করেন।