News71.com
 Sports
 03 Nov 18, 06:48 AM
 936           
 0
 03 Nov 18, 06:48 AM

ফিফা প্রধানের দুর্নীতি ফাঁস

ফিফা প্রধানের দুর্নীতি ফাঁস

স্পোর্টস ডেস্কঃ উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি)-এর নিয়ম ভেঙে বাড়তি সুবিধা নিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই এবং ম্যানচেস্টার সিটি। আর তাদের এই বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিলেন বর্তমান ফিফা প্রধান এবং তৎকালীন উয়েফা মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো ।

এখন সেই তথ্য প্রকাশিত হয়ে যাওয়ায় শাস্তিস্বরূপ জরিমানা কিংবা নিষেধাজ্ঞা হতে পারে পিএসজি ও ম্যানসিটির। এমনকি নেইমার আর কিলিয়ান এমবাপ্পেকে ছেড়েও দিতে হতে পারে পিএসজিকে। এক রিপোর্টে এই গোপন তথ্য ফাঁস করা হয়েছে। শুধু তাই না ফুটবলের আরও নানান অনিয়মের কথাও ফাঁস করে দিয়েছে পত্রিকাটি। এসব তথ্য প্রকাশ হওয়ার পর ইউরোপের ফুটবলে রীতিমত ঝড় শুরু হয়েছে ।

জানা গেছে, কাতারের সরকারের কাছ থেকে অবৈধভাবে ১৮০০ মিলিয়ন ইউরো পেয়েছে পিএসজি, যা চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের নির্বাসনে যাওয়ার জন্য যথেষ্ট। এখন এই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আইনি সমস্যা নিরসনে ব্রাজিলীয় তারকা নেইমার ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বাধ্যতামূলকভাবে ছেড়ে দিতে হতে পারে প্যারিসের ক্লাবটিকে। এর আগে ২০১২ সালে তৎকালীন উয়েফা প্রধান মিশেল প্লাতিনি পিএসজির মালিক নাসের আল-খেলাইফির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছিলেন ।

তখনকার মহাসচিব ইনফান্তিনোর সহযোগিতায় সেই চুক্তির ফাঁকফোকর খুঁজে বের করে প্রায় ৬০ মিলিয়ন ইউরো জরিমানা থেকে বেঁচে যায় পিএসজি। বাড়তি সুবিধা নেয় ম্যানচেস্টার সিটিও। ২০১৩/১৪ মৌসুমে কাতারের পর্যটন কর্তৃপক্ষের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করে ইংলিশ জায়ান্টরা। এছাড়া, ২০১৭ সালে কোনো কারণ না দেখিয়েই পিএসজির উপর চলা দুর্নীতির তদন্ত বন্ধ করে দেয় উয়েফা। ফাঁস করা তথ্যে দাবি করা হয়েছে, এসবকিছুই রাজনৈতিক কারণে করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন