News71.com
 Sports
 02 Nov 18, 02:43 PM
 849           
 0
 02 Nov 18, 02:43 PM

বাংলাদেশের নারী ক্রিকেটার চামেলীর চিকিৎসার সকল দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের নারী ক্রিকেটার চামেলীর চিকিৎসার সকল দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ এক যুগ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে খেলা চামেলী খাতুনের অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে দেশের ক্রিকেটাঙ্গনে। পায়ের লিগামেন্ট ছিঁড়ে এবং মেরুদণ্ডের দুই হাড়ের ডিস্ক নষ্ট হয়ে মৃত্যুশয্যায় থাকা সাবেক এই অল রাউন্ডারের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য চামেলি খাতুনকে রাজশাহী থেকে বেসরকারি উড়োজাহাজের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চামেলীর যাত্রাসঙ্গী হিসেবে আছেন তার মা,বোনসহ পরিবারের ৩ সদস্য। আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামেলীর হাতে চিকিৎসার জন্য সাহায্য তুলে দেবেন। প্রধানমন্ত্রী তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন।

এর আগে গত বুধবার জেলা প্রশাসনের কর্মকর্তারা চামেলীর বাড়িতে গিয়ে এ খবরটি জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য,রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় একটি জরাজীর্ণ বাড়িতে বসবাস চামেলী খাতুনের। ২০১১ সালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে জাতীয় দল থেকে অবসর নেন। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় তাঁর শরীরের পুরো ডান পাশ অবশ হয়ে যাচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন,চামেলীর চিকিৎসায় প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। ইতিমধ্যেই ক্রিকেটার সাকিব আল হাসান,মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন তার পাশে দাঁড়িয়েছেন। শেষ অবধি চামেলীর চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। চামেলীর পরিবারের আশা,এবার হয়তো সুস্থ হয়ে সে ফিরে যাবে আনসার বাহিনীর চাকরিতে। নিজের উপার্জন দিয়ে হাল ধরবে সংসারের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন