News71.com
 Sports
 12 Oct 18, 05:10 AM
 1106           
 0
 12 Oct 18, 05:10 AM

প্রীতি ম্যাচে ইরাককে ৪-০ গোলে হারাল আর্জেন্টিনা  

প্রীতি ম্যাচে ইরাককে ৪-০ গোলে হারাল আর্জেন্টিনা   

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইরাককে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একটি করে গোল করেন লাউতারো মার্তিনেজ, রবের্তো পেরেইরা, হের্মান পেজ্জেলা ও ফ্রাঙ্কো সেরভি। বৃহস্পতিবার রাতে রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও এশিয়ার পরাশক্তি ইরান। কিন্তু ম্যাচের শুরু থেকে ইরানকে চেপে ধরে আর্জেন্টিনা। ম্যাচের ১৮ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি দিবালা। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের ৫৩ মিনিটে দিবালার সঙ্গে ওয়ান-টু পাসে ব্যবধান দিগুণ করেন রবের্তো পেরেইরা। ম্যাচের ৮২ মিনিটে হের্মান পেজ্জেলার হেডে বল জালে জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর যোগ করা সময়ে যোগ করা সময়ে ফ্রাঙ্কো সেরভি গোল করলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে ইরাককে ৪-০ গোলে হারানোয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস বেড়েছে। গত মাসে নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন