News71.com
 Sports
 18 Jul 18, 11:56 AM
 1064           
 0
 18 Jul 18, 11:56 AM

রুট-মরগানের দাপুটে ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়।

রুট-মরগানের দাপুটে ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়।


স্পোর্টস ডেস্ক: সফরকারী ভারতের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছেন ইংলিশ টপঅর্ডার ব্যাটসম্যান জো রুট। মূলত তার সেঞ্চুরি ও মরগানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে নিলো স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশ বাহিনী। এদিন রুট ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির দেখা পেলেও মরগান অপরাজিত থাকেন ৮৮ রানে। একদিনের সিরিজ জিতলেও এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ভারত। টসে জিতে প্রথমে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মরগান। মাত্র ১৩ রানে রোহিত শর্মা সাজঘরে ফেরেন। এরপর দলের গোড়াপত্তন করেন অধিনায়ক কোহলি ও শেখর ধাওয়ান। ব্যক্তিগত ৪৪ রানে ধাওয়ানের বিদায়ের পর দিনেশ কার্তিক কিছু সময় কোহলিকে সঙ্গ দেন। দলীয় ১২৫ রানে কার্তিকের (২১ রান) বিদায়ের পর ব্যক্তিগত ৭১ রানে বিদায় নেন কোহলি। ক্রিজে থাকা ধোনি (৪২ রান) দলীয় স্কোর এগিয়ে নিতে চাইলেও উপযুক্ত সঙ্গী না পাওয়ায় ৫০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৫৬ রান। ইংল্যান্ডের পক্ষে উইলি ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন।

 

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন ব্যারিস্টো ও ভিন্স। ওপেনিং জুটিতে ৪৩ রানের পর বিদায় নেন ব্যারিস্টো (৩০ রান)। এরপর দলীয় ৭৪ রানে ভিন্স (২৭ রান) রানআউট হয়ে সাজঘরে ফিরলে আর কোনো সাফল্য আনতে পারেননি ভারতীয় বোলাররা। ৪৪.৩ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে সিরিজ জয় করা রুট চার হাঁকিয়ে ঝুলিতে পুরেছেন আরেকটি সেঞ্চুরি। অবশেষে ৮ উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

ম্যান অপ দ্যা ম্যাচ: আদিল রশিদ (ইংল্যান্ড)

ম্যান অপ দ্যা সিরিজ: জো রুট (ইংল্যান্ড)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন