News71.com
 Sports
 09 Jul 18, 06:23 PM
 871           
 0
 09 Jul 18, 06:23 PM

বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।।

বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।।

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই থেকে স্বাগতিক দল বিদায় নিলেও ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পেসকভ বলেন, রাশিয়ার ম্যাচ চলাকালে প্রেসিডেন্ট মাঠে উপস্থিত হননি বলে এই নয় যে তিনি দলকে উৎসাহ যোগাননি। তিনি আমাদের দলকে সর্বোচ্চ সমর্থন দিয়েছেন।তিনি সার্বক্ষণিকভাবে জাতীয় দলের কোচ স্তানিসলাভ চেরচেসভের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, দলকে উৎসাহিত করেছেন এবং সব খবরাখবর নিয়েছেন।ক্রেমলিনের মুখপাত্র বলেন,প্রথমিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন এবং সমাপনী ম্যাচেই প্রেসিডেন্টের মাঠে উপস্থিত থাকার সূচি নির্ধারণ করা হয়েছে। আশা করছি সূচি অনুযায়ী সমাপনী ম্যাচের সময় তিনি মাঠে উপস্থিত থাকবেনগত ৭ জুলাই অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ক্রেয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে স্বাগতিক রাশিয়া।আগামী ১৫ জুলাই মস্কোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন