
স্পোটস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপে এফ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিল বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ ১৯৩৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।চলমান আসরটি জার্মানির জন্য প্রথম থেকে সুখবর বয়ে আনেনি। প্রথম ম্যাচেই তারা মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে ২-১ গোলে জিতে আশা টিকিয়ে রাখে। কিন্তু শেষটা হলো জঘন্য।
এর আগে ১৯৩৮ সালে ফ্রান্স বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এরপর ১৯৫০ সাল ছাড়া প্রতিটি আসরেই অন্তত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল বিশ্বকাপের অন্যতম সফল এই দলটি। ১৯৫০ ব্রাজিল আসরে জার্মানিকে বহিস্কার করা হয়েছিল ফিফা কতৃক।এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ২০০২ সালে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্রথম রাউন্ডে বাদ পড়লো জার্মানি। ২০১৪ আসরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে চতুর্থ শিরোপা জিতেছিল জার্মানি।