News71.com
 Sports
 20 Apr 18, 01:35 AM
 679           
 0
 20 Apr 18, 01:35 AM

আইপিএল।। ক্রিস গেইলের বিধ্বংসী সেঞ্চুরি, দুর্দান্ত জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএল।। ক্রিস গেইলের বিধ্বংসী সেঞ্চুরি, দুর্দান্ত জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইল দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের কিছু করার থাকে না, সেটা আরও একবার দেখিয়ে দিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব। চন্ডিগড়ের মাঠে রীতিমতো চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন বাঁহাতি এই ব্যাটসম্যান।গেইলের বিধ্বংসী সেঞ্চুরিতে পাঞ্জাবের করা ১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস ৪ উইকেটে ১৭৮ রান থামলে ১৫ রানে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন মনিষ পান্ডে। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামস ৫৪ রানের একটি ইনিংস খেলেন। ইউসুফ পাঠান ১৯ রানে আউট হন। সাকিব আল হাসান ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রানে অপরাজিত ছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাবের মোহিত শর্মা এবং আন্দ্রে টাই দুটি করে উইকেট নেন।


এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৯৩ রানের বিশাল সংগ্রহ গড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইল ৬৩ রানে ১ বাউন্ডারি ও ১১ ছক্কায় ১০৪ রানে অপরাজিত থাকেন। নিজের দ্বিতীয় ম্যাচেই এই আসরের প্রথম সেঞ্চুরি করার নজির গড়লেন গেইল। এটি গেইলের ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি আর টি-২০ ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি এটি। ৩৯ বলে ৫০ রান করার পর ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গেইল। শেষ অবধি ৬৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। উদ্বোধনী জুটিতে ক্রিস গেইল ও লোকেশ রাহুল ৫৩ রানের পার্টনারশিপ গড়েন। লোকেশ রাহুল ১৮,কারুন নায়ার ৩১,অ্যারন ফিঞ্চ, ৩ উইকেটে হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। হায়দরাবাদের সিদ্ধার্থ কাউল, রশিদ খান এবং ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট নেন। 

ম্যান অব দ্য ম্যাচঃ ক্রিস গেইল (কিংস ইলেভেন পাঞ্জাব)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন