News71.com
 Sports
 15 Apr 18, 11:29 AM
 683           
 0
 15 Apr 18, 11:29 AM

কমনওয়েলথ পদক জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, তৃতীয় ভারত, বাংলাদেশ ৩০তম স্থানে।।

কমনওয়েলথ পদক জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, তৃতীয় ভারত, বাংলাদেশ ৩০তম স্থানে।।

স্পোটস ডেস্কঃ ইংল্যান্ডকে পিছনে ফেলে এবারের কমনওয়েলথ গেমসের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ল স্বাগতিক অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দেশটি চার বছর আগের হারানো মসনদ ফের ফিরে পেল। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ৮০টি স্বর্ণ এবং ৫৯টি করে রুপা ও ব্রোঞ্জসহ মোট ১৯৮টি পদক জিতে তালিকার শীর্ষস্থান ফের পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০১০ সালে যথাক্রমে মেলবোর্ন ও দিল্লি কমনওয়েলথ গেমেস শীর্ষস্থান ছিল অস্ট্রেলিয়ার। তবে ২০১৪ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত গেমসের ২০তম আসরে অল্পের শীর্ষস্থান দখলে ব্যর্থ হয় অজিরা। ইংলিশদের কাছে সেরার আসনটি খুইয়ে ২য় স্থানে নেমে যায় তারা। তাদের ৮০টি সোনার বিপরীতে ইংল্যান্ড মাত্র ৪৫টি সোনা জিতেছে। সেই সঙ্গে ৪৫টি রুপা ও ৪৬টি ব্রোঞ্জ পদক নিয়ে তাদের মোট পদক সংখ্যা ১৩৬টি।

অজিদের একচ্ছত্র আধিপত্য থকলেও এবারের আসরে ঈর্ষনীয় সফলতা দখিয়েছে উপমহাদেশের দেশ ভারত। তারা ২৬টি সোনা এবং ২০টি করে রুপা ও ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ৬৬টি পদক নিয়ে উঠে এসেছে তালিকার তৃতীয়স্থানে। দেশটির শ্যুটিং ও ভারোত্তোলন দল দেখিয়েছে নজরকাড়া দক্ষতা। গেমসের ব্যক্তিগত সাফল্যে এককভাবে নৈপুণ্য দেখিয়েছে অস্ট্রেলিয়ার সাঁতারু লারকিন মিচ। অপটাস অ্যাকুয়েটিক সেন্টারের পুল থেকে মোট ৫টি সোনা পদক জয় করেন এই অজি সাঁতারু। ৭১টি দেশের অংশগ্রহণে এই গেমসের পদক তালিকায় বাংলাদেশ আছে ৩০তম স্থানে। লাল সবুজ পতাকাধারীদের ঝুলিতে উঠেছে দুটি রুপার পদক। দুটি পদকই এসেছে শ্যুটিং থেকে। প্রথম পদক আসে আবদুল হেল বাকীর হাত ধরে। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেন এই তারকা। এরপর ৫০ মিটার পিস্তলে রুপা জিতে নেন শাকিল আহমেদ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন