News71.com
 Sports
 11 Apr 18, 11:12 AM
 745           
 0
 11 Apr 18, 11:12 AM

আইপিএল।।কেকেআরের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস  

আইপিএল।।কেকেআরের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস   

স্পোর্টস ডেস্কঃ আন্দ্রে রাসেলের ৩৬ বলে ৮৮ রানের ইনিংস পুরোটাই ম্লান হয়ে গেল ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে। স্যাম বিলিংস আর ডোয়াইন ব্র্যাভোদের সামনে টিকতে পারলো না ২০২ রানের পাহাড়ও। ১ বল হাতে রেখেই বিশাল পাহাড় টপকে ৫ উইকেটের জয় ছিনিয়ে নিল স্বাগতিক চেন্নাই। ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার শেন ওয়াটসন এবং আম্বাতি রাইডু দুর্দান্ত সূচনা এনে দেন। ৫.৫ ওভারেই তারা ৭৫ রানের জুটি গড়ে ফেলেন। ৪২ রান করে ওয়াটসন বিদায় নিলে জুটি ভেঙে যায়। আম্বাতি রাইডু বিদায় নেন ৩৯ রানের ইনিংস খেলে। ১২ বলে ১৪ রান করে আউট হন সুরেশ রায়না। এরপর মহেন্দ্র সিং ধোনি আর স্যাম বিলিংস মিলে ৫৪ রানের জুটি গড়েন। ২৮ বল খেলে ধোনি আউট হন ২৫ রান করে। তবে ঝড় তোলেন স্যাম বিলিংস। ২৩ বলে তিনি ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। ২টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি। শেষে রবীন্দ্র জাদেজা ৭ বলে ১১ এবং ডোয়াইন ব্র্যাভো ৫ বলে ১১ রান করে ১ বল হাতে রেখেই চেন্নাইকে কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। কলকাতার হয়ে টম কুরান ২ উইকেট নেন। সঙ্গে ১টি করে উইকেট নেন পিযুশ চাওলা, সুনিল নারিন এবং কুলদ্বীপ যাদব।

এর আগে সুনিল নারাইন ৪ বলে ১২ রানের ইনিংস খেলে ফিরলেন প্যাভিলনে। উথাপ্পার পরে কাঙ্খিত খেলা উপহার দিতে পারলেন না নিতিশ রানা এবং দিশেন কার্তিকও। রানা ১৫ আর দিনেশ কার্তিক খেললেন ২৬ রানের ইনিংস। তাতে রানের চাকাটা সচল থাকলেও ঠিক অনুমান করা যাচ্ছিলো না দলীয় সংগ্রহ আসলে ঠিক কততে গিয়ে দাঁড়াবে। এমন জল্পনা কল্পনার সময় ইনিংস বড় করার দায়িত্বটা নিলেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৩৬ বলে, ১১ ছয় ও ১ চারে ৮৮ রানের টর্নেডো ইনিংস খেলে কলকাতাকে এনে দিলেন ৬ উইকেটের বিনিময়ে ২০২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। চেন্নাইয়ের হয়ে বল হাতে শেন ওয়াটসন ২টি, শারদুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা ও হরভজন সিং নিয়েছেন ১টি করে উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন